আমরা অনেকেই পিটিসি সাইটে কাজ করি ।পিটিসি সাইট গুলোতে আপনাকে অন্যের আ্যড এ ক্লিক করতে হয় এতে সামান্য কিছু ব্যালেন্স আপনার একাউন্টে যোগ হয় ।তাও আবার দৈনিক ৫/৭ টির বেশী আ্যড দেয়না । কিন্তু আ্যড ফ্লাই বা এডিএফ লাই নামক একটি সাইট রয়েছে যেখানে আপনাকে অন্যের আ্যড ক্লিক করতে হবে না । অন্যেরা শুধু আপনার আ্যড দেখবে এবং আপনি এ জন্য টাকা পাবেন ।আ্যডের কোন লিমিট নেই আপনি যত খুশি আ্যড দিতে পারবেন । অত্যান্ত সহজ কাজ ।আমার বিশ্বাস প্রথম দর্শনেই আপনি বুঝতে সক্ষম হবেন ।
এখানে http://adf.ly/iPWW ক্লিক করে আপনি সাইটটির আ্যড পেজটা একটু দেখে নিতে পারেন ।
সাইটটির হোম পেজ থেকে অথবা এখানে ক্লিক করে সাইন আপ করুন ।
ধরা যাক আপনি গুগল (google.com) এর লিঙ্ক ছোট করে দিলেন ।লিঙ্ক ছোট করার পর আ্যড্রেস টি হবে adf.ly/5XR । যখন কোন ভিজিটর এই লিংকে ক্লিক করবে তখন তার সামনে আ্যড ফ্লাই প্রদও আ্যড প্রদর্শিত হবে । আ্যড স্কিপ করার মাধ্যমে ভিজিটর তার গন্তব্যে চলে যেতে পারবে । আ্যড স্কিপ করে চলে গেলেও আপনি টাকা পাবেন ।প্রতি ১০০০ ভিসিটর এর জন্য আপনি ৪ ডলার পাবেন। নূন্যতম পেমেন্ট ৫ ডলার ।সপ্তাহের প্রতি সোম বার অটোমেটিক আপনার Alertpay / paypal আ্যকাউন্টে পেমেন্ট চলে আসবে ।(যদি আ্যড ফ্লাই আ্যকাউন্টে ৫ ডলার জমা হয় )
আপনার লিঙ্ক ছোট করে দিবে এমন অনেক সাইটই আপনি পেয়ে যাবেন একটু খুঁজলেই। তবে আমার কাছে যেটা সহজ এবং অপেক্ষাকৃত ভাল মনে হয়েছে তা হল এডফ্লাই।
সাইন ইন করার পর আপনি http:// লেখা একটি বক্স দেখবেন ।এই বক্সের নিচে more options এ ক্লিক করুন ।এরপর দেখবেন Domain এর ঘরে ডিফল্ট হিসেবে adf.ly সিলেক্ট করা আছে ।এখানে আরো ২ টি অপশন আছে u.bb এবং 9.bb । URL এ বৈচিত্র আনার জন্য adf.ly এর বদলে এই ২ টার যে কোন একটা ব্যাবহার করা আমার কাছে ভাল মনে হয় ।
যাই হোক , http:// লেখা বক্সে আপনি যে URL টি short করতে চান তা লিখে বা কপি করে পেস্ট করুন এবং shrink এ ক্লিক করুন । ১/২ সেকেন্ড পর দেখবেন short করা URL এই বক্সে show করছে ।
Announcements এর ঘরে কতৃপক্ষের দেওয়া Announcements গুলো দেখা যাবে ।
এর নিচের ঘরে দৈনিক ,মাসিক ও বাৎসরিক আয়ের রিপোর্ট দেখানো হয় ।
এর নিচে Your Links এর ঘরে একসাথে আপনার short করা url এর নাম, কতজন ভিজিটর সেটা দেখেছে ,প্রতি url এ কত আয় হয়েছে দেখতে পাবেন।এখন থেকে আপনি কোন url ও delete করতে পারবেন ।
এরপরে কোন দেশ থেকে ও কোন ওয়েব সাইট থেকে কতজন ভিজিটর এসেছে দেখা যাবে ।একেবারে নিচে Payout Rates এ ক্লিক করে দেখে নিন কোন দেশের ভিজিটর এর জন্য কত রেট দেওয়া হয় ।
বেশী বেশী মানসম্মত টিউন / ব্লগ করুন ।ধরুন আপনি একটি প্রয়োজনীয় website, blog , softwere ,game ইত্যাদি এর লিংক সবার সাথে করতে চাচ্ছেন ,সে ক্ষেত্রে short করা URL ব্যাবহার করতে পারেন ।এতে ভিজিটরও উপকৃত হলো আপনিও ভিজিটর দ্বারা উপকৃত হলেন ।তবে অবশ্যই প্রয়োজনীয় URL share করবেন । তা না হলে কিছুদিন পর ভিজিটররা এসব লিংকের ধারে কাছেও আসবে না ।
লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।
কোন কিছু অস্পষ্ট মনে হলে কমেন্ট করবেন । দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন