সর্বশেষ পোষ্টগুলো

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

ঝটপট লুফে নিন আরও চারটি পোর্টেবল সফটওয়্যার


পোষ্ট লিখেছেনঃ প্রথম প্রজন্মের রোবট


আশাকরি সবাই ভাল আছেন আর ইলগবিডির সাথেই আছেন।
আমিও আপনাদের সাথেই আছি । আর তাই আবারও হাজির হয়েছি কিছু সফটওয়্যারের তথ্য নিয়ে।

প্রথমেই যে সফটওয়্যারের কথাটি বলতে চাই, সেটা ভিডিও ফাইল কনভার্ট করার কাজে ব্যবহৃত হয়। সফটওয়্যারটির নাম ‘ফর মিডিয়া ভিডিও কনভার্টার’।
এই নাম শুনে অনেকেই অনেক কথা বলতে পারেন । আমার কথা হচ্ছে, সুতি কাপড়ের আরাম অনেক নিয়েছেন। এইবার সিল্কের কাপড়টাও ব্যবহার করে দেখুন । মজা এবং নতুন অভিজ্ঞতা দুটোই হবে । ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।ডাউনলোডের সময় যদি পাসওয়ার্ড চায় , লিখবেন www.namln.com  (এইটাই পাসওয়ার্ড)

অনেক সময় দেখা যায় ইন্সটল করা গেমের আনইন্সটল অপশন কন্ট্রোল প্যানেল বা অন্য কোথাও নাই । অনেক সফটওয়্যার আনইন্সটল করার সময়ও এই সমস্যা হয় বা হতে পারে।
আপনারা উইন্ডোজ সেটআপ দেওয়াটাই সমাধান মনে করেন।
একটা সফটওয়্যার বা গেমের আনইন্সটল বাটন খুঁজে না পেয়ে উইন্ডোজ সেটআপ দেওয়াটা কী কষ্টকর নয় ?

এখন থেকে এই ধরনের সমস্যা সমাধানে ব্যবহার করুন এ্যাডভান্স আনইন্সটলার নামক সফটওয়্যারটি।ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।

আপনার ব্যক্তিগত এবং খুব গোপনীয় একটা ফাইল কম্পিউটারে লুকিয়ে রেখেছেন । সফটওয়্যার ছাড়াই যত ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার তাও করেছেন । কিন্তু আপনার অজান্তেই কম্পিউটারে ওস্তাদ হয়ে উঠেছে আপনার ছোট বা বড় ভাই-বোন,আপনার প্রতবেশী । হয়তো আপনার বাড়ি মেহমান এসেছে আপ্যায়িত হতে।হ..ঠা..ৎ সিসেম ফাঁক !! লুকিয়ে রাখা ফাইলটি বের হয়ে পড়েছে ! কেমন লাগবে?

এখন থেকে ভাবনা-চিন্তার দায়িত্ব দিন ফোল্ডার লক সফটওয়্যারকে ।
ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।

কখনও কখনও ভিডিও ফাইলটির চিত্র সংযোজন না করে বিয়োজনের প্রয়োজন পড়ে ।
এই আংশিক বা পুরো বিয়োজন নিজের ইচ্ছা মতন করতে পারবেন যে সফটওয়্যার দিয়ে,
তার নাম স্পিড ভিডিও স্প্লিটার ।

ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন