বন্ধুরা,
আমরা যারা অনলাইনে দু পয়সা উপার্জনের জন্য কাজ করি তারা জানি অনলাইনে আয় করা কতটা কষ্টকর । তারপরও অনেকেই অল্প হলেও উপার্জন করছি ।
অনলাইন মানি ট্রান্সফারের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো পেপাল । কিন্তু সমস্যা হলো পেপাল আমাদের দেশ সাপোর্ট করে না । অনেকেই বিভিন্ন উপায়ে পেপাল আ্যাকাউন্ট খুলে ব্যাবহার করছেন ,কিন্তু পেপাল ডলার তুলতে পারছেন না ।আবার অনেকেই পেপাল ডলার খুজছেন কিন্তু পাচ্ছেন না । তাছাড়া আ্যালার্টপে বা মানিবুকার্স থেকে ব্যাংকে বা মাস্টারকার্ডে টাকা আনতে গেলে অনেক খরচ ও ঝামেলা পোহাতে হয় ।
তখন কারো কাছে ডলার বিক্রি করার চিন্তাটাই আমরা প্রথমে করি ।
আবার অনেকেই ফরেক্স বা অন্যান্য ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করার জন্য ডলার কিনত চান ।
আমরা বিভিন্ন ডলার ব্যাবসায়ির মাধ্যমে ডলার কেনা-বেচা করতে গেলে ন্যায্য মূল্যে কেনা-বেচাও করতে পারি না । তাই যাতে সরাসরি ডলার ক্রেতা ও বিক্রতার মধ্যে সহজেই যোগাযোগ করা সম্ভব হয় এই উদ্দেশ্যেই এই গ্রুপটি তৈরী করা হয়েছে । জয়েন করুন এখানে ক্লিক করে ।
প্রথমে এই সমস্যার সমাধানের জন্য একটা ওয়েবসাইট তৈরী করার কথা আমার মাথায় এসেছিল । কিন্তু সত্যি কথা হলো এইক্ষেত্রে কিছু ব্যাবসায়িক বিষয় চলে আসে,তাই ঐ চিন্তাটা বাদ দিয়েছি ।জাস্ট সবাই উপকৃত হলেই হলো এটা নিয়ে ব্যাবসার দরকার নেই । তাছাড়া সব ফ্রিল্যান্সারেরই ফেসবুক আ্যাকাউন্ট আছে এজন্য ফেসবুককেই বেছে নিয়েছি ।
# আপনি কি স্বার্থ ছাড়া গ্রুপ খুলেছেন ?
## না । আমারই স্বার্থ বেশী । কারন প্রায়ই আমি ডলার ব্যাবসায়ীদের দ্বারস্থ হই !!!
(লেনদেনের ব্যাপারটা রিস্ক ফ্রি করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে ।)
আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে এই গ্রুপটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন । আর যদি কেউ বিষয়টা খারাপ মনে করেন প্লিজ জানাবেন ।গঠনমূলক সমালোচনার আমন্ত্রন রইলো ।
ধন্যবাদ সবাইকে ।।।
(এই পোষ্টটি Buy or Sell Dollar এর এডমিনের লেখা । আপনাদের প্রয়োজনে আসতে পারে তাই তার অনুমতি সাপেক্ষে এখানে প্রকাশ করা হলো ।)
1 comments:
good job...............
একটি মন্তব্য পোস্ট করুন