সর্বশেষ পোষ্টগুলো

বুধবার, ২ নভেম্বর, ২০১১

এবার পাসওয়ার্ড হ্যাক হবেই হবে


হ্যা সত্যিই এবার পাসওয়ার্ড হ্যাক হবে । এই সফটওয়্যারটি দিয়ে আপনি যে কোন ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ড সহজেই নিজের হাতে পেতে পারেন ।
অন্যান্য সকল হ্যাকিং টুলসের মতো এটাও আপনি ভালো মন্দ দুটি উদ্দেশ্যে ব্যাবহার করতে পারবেন । আপনি যদি আমার মতো ভুলোমনা হয়ে থাকেন এবং পাসওয়ার্ড মনে রাখতে পারেন না তাহলে এই সফটওয়্যারটি আপনার অবশ্যই অবশ্যই সংগ্রহ করে রাখা উচিত, কারন যে কোন মূহুর্তে আপনার পিসিতে উইন্জোজ দেওয়া লাগতে পারে ।


১) সর্বপ্রথম এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । (size only 1.3 MB)

২ ) স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন । এটি একটি ফ্রিওয়্যার তাই লাইসেন্স কী নামক বস্তুটি দরকার পড়বে না ।

৩ )এবার রান করুন ।

৪) এরপর Start recovery তে ক্লিক করুন । পাসওয়ার্ড রিকভার শুরু হবে ।  




৫) বাম পাশে নিচের দিকে show password বাটনে ক্লিক করুন । এ যাবৎকাল ব্রাউজারে যতো পাসওয়ার্ড সেভ করেছেন তা URL,login ও password সহ দেখাবে ।


৬) Export HTML এ ক্লিক করুন ।


৭) এবার এই ফাইলটিকে আপনার পছন্দমতো নাম দিয়ে পিসির যে কোন যায়গায় সেভ করে নিন ।



ব্যাস....হয়ে হ্যাক গেল আপনার ব্রাউজারে সেভ করা সকল পাসওয়ার্ড । ইচ্ছে করলে এই সফটওয়্যারটি পোর্টেবল বানিয়ে ইন্সটলের ঝামেলা ছাড়াই অন্যের পিসির পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন, তবে সেটা অবশ্যই অনৈতিক হবে ।
ও হ্যা এটা কিন্তু শুধুমাত্র Firefox এর জন্য ।

1 comments:

sharif বলেছেন...

অবশেষে পেলাম একটা হ্যাকিং । আপনাকে অনেক ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন