সর্বশেষ পোষ্টগুলো

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

ফ্রি মোবাইল রিচার্জ ! লোভে পড়ে প্রতারনার ফাঁদে পা দিবেন না !

কিছুদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয়
টেকনোলজি বিষয়ক ব্লগ সহ বেশ কয়েকটি ব্লগে সকাল বিকাল রুটিন করে এক প্রতারককে পোষ্ট করতে দেখা যাচ্ছে ।
"ফ্রি ফ্রি মোবাইল রিচার্জ করুন !  ৳১০ - ৳১০০০ টাকা"  অথবা  "ফুরিয়ে যাবার আগেই ফ্রি ফ্রি মোবাইলে ফ্লেক্সি / টপআপ নিন"  নিচের স্ক্রিনশট গুলো দেখে নিন ।


আসুন দেখা যাক ফ্রি রিচার্জের আড়ালে আসলে এরা কি করছেঃ

এদের ওয়েবসাইটে আপনাকে প্রথমত একটি ফ্যান পেজকে লাইক করতে বলা হবে ।
এরপর আপনার নাম ঠিকানা এবং সহ ফোন নাম্বার দিয়ে একটি ফর্ম পূরন করতে বলা হবে । ফর্ম পূরন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ।
সাবমিট হয়ে গেলে ২/৩ মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং ঐ কোডটি ওদেরকে সাইটে দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে ।

ওদের বক্তব্য অনুযায়ী ১ মিনিটের মধ্যে ফোনে ১০ টাকা রিচার্জ হবার কথা ! কিন্তু অনন্তকাল বসে থাকলেও রিচার্জ আসবে না । এবার আপনার ফোনের ব্যালেন্স চেক করুন, ভালো করে লক্ষ্য করে দেখুন ১১.৫০ টাকা কেটে নিয়েছে !

মূলত এতোক্ষন যা হলো তা হচ্ছে-  প্রত্যেকটি  মোবাইল কোম্পানীগুলোতে অনেকগুলো কন্টেন্ট প্রভাইডার আছে, আপনি এতোক্ষন ধরে ১১ টাকা ৫০ পয়সা দিয়ে তাদের সার্ভিসে সাবস্ক্রাইব করলেন । :D

এখানেই শেষ নয়, আপনি আপনার ফোন নাম্বার এবং ইনফরমেশন ওদেরকে স্বেচ্ছায় দিয়েছেন ।
এবার SMS মার্কেটার এবং ঐ রকম আরো কন্টেন্ট প্রোভাইডারের কাছে আপনার ইনফরমেশন বিক্রি করে দেবে ।
সত্যি কথা বলতে যারা মার্কেটিং করে তাদের কাছে এসকল ইনফরমেশন দামও বেশ ভালো ।

আমাদের দেশে এখনও এমন অনেক লোক আছে যারা ইন্টারনেট বলতে ফেসবুক,জিমেইল,ইয়াহু মেইলকে বোঝে ।
তারা নতুন কিছু শেখার জন্য দেশীয় ব্লগ গুলো পড়ে, তাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে এই ফ্রড বিজনেস । তাই টপক্লাস ব্লগ গুলোর এসব পোষ্ট পাবলিশ করার ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া উচিৎ বলে আমি মনে করি ।

নিজে নিরাপদ থাকুন । অন্যকে নিরাপদ থাকতে সহযোগীতা করুন ।

3 comments:

sakib বলেছেন...

লেখককে ধন্যবাদ এই সুন্দর পোস্টের জন্য।সবাই আশাকরি সচেতন হবেন।

নামহীন বলেছেন...

dhur mia ami o to dhora khaisi

aro age lekhata porle dhora khetam na

eLogBD বলেছেন...

ভাই এই পোষ্ট জুন ২০১৩ তে লিখেছি । সমস্যা হচ্ছে আমরা বাঙ্গালীরা কোথাও ফ্রি আলকাতরা দেওয়া হচ্ছে শুনলে ভালো-মন্দ বিচার বিবেচনা না করেই ঝাপিয়ে পড়ি ।

একটি মন্তব্য পোস্ট করুন