পৃথিবীটা নাকি ছোট হতে হতে,স্যাটেলাইট আর ক্যাবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী,আহা-হা-হা….এই বিখ্যাত বাংলা গান অনেক পুরানো । কিন্তু কথাটা এখন পুরোপুরি সত্যি ! কত বড় একটা বটগাছ আপনি কত ছোট করে সাজিয়ে রাখছেন ড্রয়িং রুমে, নাম দিয়েছেন বনসাই । প্রযুক্তির বিস্ময়কর অবদান কম্পিউটার এখন ছোট হতে হতে আপনার পকেটে ঢুকে পড়েছে, যেটাকে আপনি বলছেন ট্যাবলেট পিসি ।
তাহলে আমাদের অফিসের কাজে ব্যবহৃত সফটওয়্যার গুলো ঐরকম ছোট করে নিলে কেমন মজা হয় বলুনতো ? বন্ধু তার উইন্ডোজ এক্সপি সিডি আপনাকে দিতে চা্চ্ছেনা :(। অথচ আপনার পিসির জন্য উইন্ডোজ সেটাপ জরুরী হয়ে পড়েছে । সমাধান নিন এই ব্লগ থেকে !
ডাউনলোড করে নিন windows xp 64 bit super compressed file টি।
ডাউনলোড করতে ‘এইখানে’ ক্লিক করুন । সম্পূর্ন সফটওয়্যারটির সাইজ মাত্র ৯ মেগাবাইট ।
আর downloaded file টি winrar software দিয়ে open করে আপনার কাজে ব্যবহার করুন ।
যে কোন ফাইলকে এই রকম সুপার মিনি সাইজ বানাতে কমপ্রেসার সফটওয়্যার ব্যবহার করা হয় ।
আমরা অনেকেই অনেক ধরনের কমপ্রেসার সফটওয়্যার ব্যবহার করি । অনেকের মতেই যে কমপ্রেসার সফটওয়্যারটি সুনাম পাওয়ার যোগ্যতা রাখে, সেই সফটওয়্যারটির নাম কেজিবি সুপার কমপ্রেসার ! উপরের উইন্ডোজ ফাইলটিও কেজিবি কমপ্রেসার দিয়ে করা হয়েছে ।
তাহলে আর দেরী কেন ? আপনিও এরকম ছোট বানানো শুরু করুন যে কোন ফাইলকে ! :)
কেজিবি সুপার কমপ্রেসার ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।
ভালো থাকুন । সুস্হ থাকুন ।
আল্লাহ হাফেজ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন