সর্বশেষ পোষ্টগুলো

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

উইন্ডোজ এক্সপি ৬৪ বিট মাত্র ৯ মেগাবাইটে !!! সাথে আছে একটি কমপ্রেসার সফটওয়্যার একদম ফ্রি ফ্রি ফ্রি

এই ব্লগটি লিখেছেনঃ  প্রথম প্রজন্মের রোবট।।।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে,স্যাটেলাইট আর ক্যাবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী,আহা-হা-হা….এই বিখ্যাত বাংলা গান অনেক পুরানো । কিন্তু কথাটা এখন পুরোপুরি সত্যি ! কত বড় একটা বটগাছ আপনি কত ছোট করে সাজিয়ে রাখছেন ড্রয়িং রুমে, নাম দিয়েছেন বনসাই । প্রযুক্তির বিস্ময়কর অবদান কম্পিউটার এখন ছোট হতে হতে আপনার পকেটে ঢুকে পড়েছে, যেটাকে আপনি বলছেন ট্যাবলেট পিসি । 
তাহলে আমাদের অফিসের কাজে ব্যবহৃত সফটওয়্যার গুলো ঐরকম ছোট করে নিলে কেমন মজা হয় বলুনতো ? বন্ধু তার উইন্ডোজ এক্সপি সিডি আপনাকে দিতে চা্চ্ছেনা :(। অথচ আপনার পিসির জন্য উইন্ডোজ সেটাপ জরুরী হয়ে পড়েছে । সমাধান নিন এই ব্লগ থেকে ! 
ডাউনলোড করে নিন windows xp 64 bit super compressed file টি। 


ডাউনলোড করতে ‘এইখানে’ ক্লিক করুন । সম্পূর্ন সফটওয়্যারটির সাইজ মাত্র  ৯  মেগাবাইট ।

আর downloaded file টি winrar software দিয়ে open করে আপনার কাজে ব্যবহার করুন । 
যে কোন ফাইলকে এই রকম সুপার মিনি সাইজ বানাতে কমপ্রেসার সফটওয়্যার ব্যবহার করা হয় ।
আমরা অনেকেই অনেক ধরনের কমপ্রেসার সফটওয়্যার ব্যবহার করি । অনেকের মতেই যে কমপ্রেসার সফটওয়্যারটি সুনাম পাওয়ার যোগ্যতা রাখে, সেই সফটওয়্যারটির নাম কেজিবি সুপার কমপ্রেসার ! উপরের উইন্ডোজ ফাইলটিও কেজিবি কমপ্রেসার দিয়ে করা হয়েছে । 
তাহলে আর দেরী কেন ? আপনিও এরকম ছোট বানানো শুরু করুন যে কোন ফাইলকে ! :)


কেজিবি সুপার কমপ্রেসার ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।

 ভালো থাকুন । সুস্হ থাকুন ।
আল্লাহ হাফেজ ।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন