সর্বশেষ পোষ্টগুলো

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

মিসিং অপারেটিং সিস্টেম?ডোন্ট প্যানিক!

 পোষ্টটি লিখেছেনঃ প্রথম প্রজন্মের রোবট

অন্যান্য দিনগুলোর মতন আজও সকালে ঘুম থেকে উঠেছেন।আপনার কম্পিউটার চালু করেছেন।দেখলেন আপনার কম্পিউটারের মনিটরে একটা মেসেজ,’মিসিং অপারেটিং সিস্টেম’!এখনও শীতকাল আসেনি ভাই,মাথা গরম না করে সমাধান ভাবুন।আসল ঘটনা কী?ঘটনা হচ্ছে,হয় আপনার কম্পিউটারের মাস্টার বুট রেকর্ড-এ কোন সমস্যা হয়েছে,নাহলে আপনার কম্পিউটারের হার্ডডিস্কে সামান্য ত্রুটি দেখা দিয়েছে।যারা সমাধান জানেন তাদের কথা বলছিনা,যারা এখনও সমাধান জানেন না তাদের জন্য বলছি,আপনার উইন্ডোজ সেভেন’র সেটআপ ডিস্ক হাতে নিন।হার্ডডিস্কের ডিস্ক এরর সমস্যা সমাধানের লক্ষ্যে সেটআপ ডিস্ক ডিভিডি রমে প্রবেশ করান।কম্পিউটার রিস্টার্ট দিন।যখন সিডি বা ডিভিডি থেকে বুট করাতে কোন একটা বাটন চাপতে বললে চাপুন।প্রয়োজনে আগেই বুট ডিভাইস প্রায়োরিটি ঠিক করে দিন।নিচের ছবিতে চিহ্নিত নির্দেশনা অনুযায়ী কাজ করুন।উইন্ডোজ সেভেন ইন্সটল নাও এড়িয়ে যান।


রিপেয়ার ইয়োর কম্পিউটারে ক্লিক করুন।
এমতাবস্থায়,সিস্টেম রিকভারী অপশন আসবে।নিচের চিত্রে লক্ষ্য করুন।

তারপর ইন্সটলার যখন উইন্ডোজ সেটআপ লিস্ট দেখাবে,তখন উইন্ডোজ সেভেন সিলেক্ট করুন এবং নেক্সট এ ক্লিক করুন।নিচের চিত্র লক্ষ্য করুন।
এরপর কম্যান্ড প্রম্পট ওপেন করুন।মনোযোগের সাথে নিচের চিত্র লক্ষ্য করুন।এই পর্যায়ে সতর্কতার সাথে খেয়াল করুন,ভুল করেও সিস্টেম রিস্টোর বা সিস্টেম ইমেজ রিকভারী বাটনে ক্লিক করবেন না।শুধুমাত্র কম্যান্ড প্রম্পট ওপেন করবেন।এখন যে ফোল্ডারে আপনি উপস্থিত হবেন,সেটা হচ্ছে X:\sources\ . ভাইজান,ঘাবড়ে যাবেন না,যদি আপনার কম্পিউটারের পার্টিশনগুলো সেখানে থাকে তাহলে chkdsk রান করাতে হবে।প্রায় সব কম্পিউটার ব্যবহারকারীর মতন আপনার মেইন পার্টিশন যদি c হয়,তাহলে chkdsk c: /f/r এই কোডটা লিখে এন্টার চাপুন।নিচের চিত্রটি লক্ষ্য করুন।

ব্যস,হয়ে গেল আপনার ডিস্ক এরর রিপেয়ার।।এই পর্যায়ে এসে,আপনার মাস্টার বুট রেকর্ড রিপেয়ার করার প্রয়োজন হতে পারে।কম্যান্ড প্রম্পটে /fixboot এই কোড লিখে কম্যান্ড দিন।আপনি একটি নতুন বুট সেক্টর যোগ করতে পারবেন।তারপর কম্যান্ড প্রম্পটে /fixmbr এই কোড লিখে কম্যান্ড দিন।পেয়ে যাবেন একটি নতুন মাস্টার বুট রেকর্ড।এইবার,খুশির চোটে দুইবার হাত তালি মেরে চালু করে ফেলুন আপনার উইন্ডোজ সেভেন।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।

3 comments:

নামহীন বলেছেন...

You have done a nice job here, keep up the good work. Sorry, I don't have a Bengali key board. Here's a thumbs up for your blog.

shawon বলেছেন...

ami apnar shathe contact korte chai plz call

+8801672241455

from a website make

Shawon,,,,,,,,,,,,,

নামহীন বলেছেন...

upokari akta tune

একটি মন্তব্য পোস্ট করুন