পোস্ট লিখেছেন প্রথম প্রজন্মের রোবট
আশা করি সবাই ভাল আছেন । কম্পিউটার,ফ্রিল্যান্সিং,প্রোগ্রামিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে আরও একটা পছন্দনীয় বিষয় সবার মধ্যেই আছে। সেইটা হচ্ছে সঙ্গীত ! কোন পছন্দের শিল্পী বা ব্যান্ডের গান বাজারে আসার সাথে সাথেই একটা হুড়োহুড়ি পড়ে যায় । কখনও কখনও বন্ধুর কাছ নিয়ে আসা সিডিটা দেখা যায় কপি প্রোটেক্টেড।আবার কখনও কখনও সিডি থেকে গান কপি করে নেওয়ার পর শত চেষ্টা করেও বাজাতে পারেন না।এখন থেকে আর এই কষ্টে আপনাকে ভুগতে হবে না ! ’এইখানে’ ক্লিক করে ডাউনলোড করে নিন প্রোটেক্টেড মিউজিক কনভার্টার । ৬ মেগাবাইটের এই সফটওয়্যার আপনার কাজ করে দেবে অনেক সহজে । আপনি শুধু রাইট প্রোটেক্টেড সিডি বা ফাইল নয়,চাইলে একটি গানও বিভিন্ন বিট রেটে কনভার্ট করতে পারবেন। ৩২ থেকে ৩২০ পর্যন্ত বিট রেট পাওয়া যাবে এই সফটওয়্যারে । ডাব্লিউএমএ,ওজিজি-ভরবিস,ডাব্লিউএমভি এবং এমপিথ্রি এই চারটি ফরম্যাটে কনভার্ট আউটপুট আপনি দিতে পারবেন । কনভার্ট করার আগে বা পরে গান বাজিয়ে শোনার জন্য পাবেন প্লেয়ার । আর সফটওয়্যার ইন্সটলেশনের পর অবশ্যই পাবেন টিপস,সহজেই যেন বুঝতে পারেন সফটওয়্যারটির কাজ । তাহলে বন্ধুরা,ডাউনলোড করে ইন্সটল করে নিন এই দরকারী সফটওয়্যার আর কাচকলা দেখান রাইট প্রোটেক্টড গানের সিডি বা ফাইলকে।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন