সর্বশেষ পোষ্টগুলো

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

ব্লগস্পটের জন্য চমৎকার কিছু ম্যাজিক Widget - ১

ব্লগারে আইপি ট্রাকার যোগ করার ট্রিকস

আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি প্রদর্শন করে ।
আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ করতে পারেন বিনামূল্যে এবং সহজেই ।


আর যদি Gadget টি এখনই যোগ করতে চান তাহলে এখনই শুরু করুন-

পদ্ধতি ১

*** এখানে ক্লিক করুন । একটি সাইট ওপেন হবে ।
*** ওখানে নিচের চিত্রটি দেখতে পাবেন ।
এগুলো হলোআপনি যে Gadget টি যোগ করতে চাচ্ছেন তার লেআউট । ওগুলোর মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করুন ।
*** Background Color ও Text Color সিলেক্ট করুন । Create My image এ ক্লিক করুন ।
*** আপনার বানানো Widget এর প্রিভিউ দেখাবে । এবং Linked Image: ডায়ালগ বক্সে HTML কোড সহ একটি লিংক দেখতে পাবেন । লিংকটি কপি করুন ।

### এবার ব্লগস্পটে লগইন করুন ।
### Design > Page Elements এ ক্লিক করুন ।
### Add a Gadget এ ক্লিক করে HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title  দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন । সেভ বাটনে ক্লিক করে ১/২ সেকেন্ড রেস্ট নিন ।

কাম স্যাস ।  :)























































































































































































0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন