পোষ্টটি লিখেছেনঃ প্রথম প্রজন্মের রোবট
এবার একটু দ্রুত বাজারে আসবে ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ১০।কতদিনের মধ্যে?সম্ভাব্য তারিখ ১৪ মার্চ,২০১২।আপনি ভাবছেন এ আবার দ্রুত হল?এখনও ছয় মাস বাকী ! যদি এমনটাই ভেবে থাকেন,তাহলে বুঝতে হবে আপনি মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের অবমুক্ত হওয়ার সময় সম্পর্কে ধারণা রাখেন না । মোটামুটি দুইবছর পর পর ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেটেড ভার্সন বাজারে আসে।ইন্টারনেট এক্সপ্লোরার ৮ অবমুক্ত হয় ১৯ মার্চ,২০০৯।এক্সপ্লোরার ৯ অবমুক্ত হয় ১৪ মার্চ,২০১১।সেই হিসাবে ১ বছর আগেই অবমুক্ত হবে ইন্টারনেট এক্সপ্লোরার ১০।অবমুক্ত হওয়ার সম্ভাব্য সময় ১৪ মার্চ,২০১২।এখন থেকে এক বছর পর পর অবমুক্ত হবে ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেটেড ভার্সন।
কী কী থাকবে এই নতুন ভার্সনে?মাইক্রোসফট কখনই পরীক্ষা ও পর্যবেক্ষন না করে তাদের ব্রাউজারের আপডেটেড ভার্সন অবমুক্ত করেনা। ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এ বর্তমান ভার্সনের সবকিছুই থাকবে।আপডেটেড ভার্সন পুরোপুরি স্কেলএবল ভেক্টর গ্রাফিক্স সমর্থন করবে।যা ওয়েব ডেভেলপারদেরকে এইচটিএমএল সিক্স এবং সিএসএস ব্যবহারে দেবে নতুন মাত্রা!ইন্টারনেট এক্সপ্লোরার ১০ ওয়েব বেস গ্রাফিক্স লাইব্রেরী প্রোগ্র্যাম সমর্থন করবে,যা বর্তমান ভার্সনে নেই।ব্রাউজারের প্লাগইন্সগুলো আরো নির্ভরযোগ্য হয়ে উঠবে আপডেটেড ভার্সনে।এখন দেখা যাক কবে অবমুক্ত হয় ইন্টারনেট এক্সপ্লোরার ১০।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।
কী কী থাকবে এই নতুন ভার্সনে?মাইক্রোসফট কখনই পরীক্ষা ও পর্যবেক্ষন না করে তাদের ব্রাউজারের আপডেটেড ভার্সন অবমুক্ত করেনা। ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এ বর্তমান ভার্সনের সবকিছুই থাকবে।আপডেটেড ভার্সন পুরোপুরি স্কেলএবল ভেক্টর গ্রাফিক্স সমর্থন করবে।যা ওয়েব ডেভেলপারদেরকে এইচটিএমএল সিক্স এবং সিএসএস ব্যবহারে দেবে নতুন মাত্রা!ইন্টারনেট এক্সপ্লোরার ১০ ওয়েব বেস গ্রাফিক্স লাইব্রেরী প্রোগ্র্যাম সমর্থন করবে,যা বর্তমান ভার্সনে নেই।ব্রাউজারের প্লাগইন্সগুলো আরো নির্ভরযোগ্য হয়ে উঠবে আপডেটেড ভার্সনে।এখন দেখা যাক কবে অবমুক্ত হয় ইন্টারনেট এক্সপ্লোরার ১০।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন