আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল । আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট একটা কাজের সফটওয়ার । আমাদের কম্পিউটারে কতই না কাজের জিনিশ থাকে । তা যদি হারিয়ে যায় বা ভুলে ডিলিট হয়ে যায় । অথবা ধরুন , আপনার কোন ফাইল কাজে লাগবে না মনে করে ডিলিট করে ফেলেছেন বা আপনার এমন কিছু ফাইল ডিলিট হয়ে বা হারিয়ে গেছে যা আপনি আর আনতে পারবেন না বা আনতে অনেক কষ্ট বা ঝামেলা হবে তখন আপনি এই ছোট সফটওয়ার দিয়ে তা আবার ফিরে পেতে পারেন কোন রকম ঝামেলা ছাড়া ।
সফটওয়ারের নামটা হল ডিস্কইন্টানাল আনইরেজার । আপনার প্রয়োজন হলে এই সফটওয়ারটা ডাউনলোড করে নিতে পারেন রেজিস্ট্রেশন কিসহ । খুব ভাল একটা সফটওয়ার এইটা । আপনার কোন ফাইলের ক্ষতি হবে না । সম্পূর্ন ফাইল আগের মতই পাবেন ।
ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে ।
ধন্যবাদ ।
1 comments:
বিস্তারিতো লিখলে ভালো হত।
একটি মন্তব্য পোস্ট করুন