কিছুদিন ধরে ভাবছি পিসিতে একটা নতুন RAM লাগাবো ।
তাই আজ গুগলে সার্চ করছিলাম RAM এর দামদর ।
হঠাৎ করেই পেয়ে গেলাম....তাও আবার প্রায় ফ্রি !!! :D
আর্টিকেলটি পড়ে ভাবলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি ।
এই টিউটোরিয়ালটি পড়ে আপনি আপনার পেনড্রাইভকেই RAM হিসেবে ব্যাবহার করতে পারবেন । মজা তাই না ? :D
এজন্য আপনার 4.43 MB সাইজের একটি সফটওয়্যার লাগবে । এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিন
এবার পেনড্রাইভ পিসিতে লাগান এবং নিচের ধাপগুলো অনুসরন করুন-
সফটওয়্যারটি open করুন ।
তাই আজ গুগলে সার্চ করছিলাম RAM এর দামদর ।
হঠাৎ করেই পেয়ে গেলাম....তাও আবার প্রায় ফ্রি !!! :D
আর্টিকেলটি পড়ে ভাবলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি ।
এই টিউটোরিয়ালটি পড়ে আপনি আপনার পেনড্রাইভকেই RAM হিসেবে ব্যাবহার করতে পারবেন । মজা তাই না ? :D
এজন্য আপনার 4.43 MB সাইজের একটি সফটওয়্যার লাগবে । এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিন
এবার পেনড্রাইভ পিসিতে লাগান এবং নিচের ধাপগুলো অনুসরন করুন-
সফটওয়্যারটি open করুন ।
Continue তে ক্লিক করুন ।
Yes ক্লিক করুন ।
এবার Next এ ক্লিক করুন ।
আবার Next এ ক্লিক করুন ।
আবারও Next এ ক্লিক করুন ।
ইন্সটল শেষ । Finish এ ক্লিক করুন ।
এইতো আপনি পেরেছেন । :D
এবার টেষ্ট করে দেখেন কেমন স্পিড পাচ্ছেন ।
বিঃদ্রঃ Pendrive খুলে ফেললে কিন্তু কাজ হবে না । যতক্ষন pendrive লাগানো থাকবে ততক্ষন কাজ করবে ।
পোষ্টটি ভালো লাগলে ফেসবুকে আমাদেরকে লাইক করুন ।
1 comments:
লিংক ডেড, টিউনে পারলে ডায়রেক লিংক দিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন