সর্বশেষ পোষ্টগুলো

শুক্রবার, ৮ জুন, ২০১২

Candlestick Tutorial:: 1

লেখকঃ আবু বকর সিদ্দিকী


আজকে Candlestick এর পরিচিতি তুলে ধরব।আগে দেখে নেই একটা Candlestick কিভাবে তৈরি হয় আর Candlestick
এর কইটা অংশ থাকে।চলুন আগে একটা Candlestick দেখে নেই.Candlestick তৈরি হয় ৪ টা অংশ নিয়ে।
১। ওপেন প্রাইস
2। ক্লোজ প্রাইস
৩। হাই প্রাইস
৪। লো প্রাইস


ওপেন প্রাইসঃ
যে প্রাইস এ কোন ও একটা Candle ওপেন হই সেই প্রাইস কেই বলে ওপেন প্রাইস
ক্লোজ প্রাইসঃ
যে প্রাইস এ কোন ও একটা Candle ক্লোজ হই সেই প্রাইস কেই বলে ক্লোজ প্রাইস

ওপেন প্রাইস অ্যান্ড ক্লোজ প্রাইস এর মাঝের অংশ কে বলে রিয়েল বডি আর রিয়েল বডি এর উপরে আর নিচের অংশ কে বলে শ্যাডো।

হাই প্রাইসঃ
  শ্যাডো এর সর্বোচ্চ প্রাইস কেই বলে হাই প্রাইস

লো প্রাইসঃ
শ্যাডো এর সর্বনিম্ন প্রাইস কেই বলে লো প্রাইস


যদি কোন time frame এ ক্লোজ প্রাইস ওপেন প্রাইস এর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলি Candlestick টা বুলিশ হয়েছে মানে ওই সময় দাম বেড়েছে।আর যদি কোনো time frame এ ক্লোজ প্রাইস ওপেন প্রাইস এর চেয়ে কম হয় তাহলে আমরা বলি Candlestick টা বেয়ারিশ হয়েছে।
একটা উদাহরন দেই, মনে করেন আজকে সকাল ৮ টায় eurusd তে যে ৪ ঘন্টার Candle টা ওপেন হয়েছে তার ওপেন প্রাইস হচ্ছে ১.২৪৬১, ক্লোজ প্রাইস হচ্ছে ১.২৫০০,হাই হচ্ছে ১.২৫০৭ অ্যান্ড লো হচ্চে ১.২৪৫৪।যেহেতু ওপেন প্রাইস এর চেয়ে ক্লোজ প্রাইস বেশি তাই Candle টা হছে বুলিশ Candle।

আবার ওই একই সময়ে usdcad তে যে ৪ ঘন্টার Candle টা ওপেন হয়েছে তার ওপেন প্রাইস হচ্ছে ১.০৩৬৭, ক্লোজ প্রাইস হচ্ছে ১.০৩৩৫,হাই হচ্ছে ১.০৩৭১অ্যান্ড লো হচ্চে ১.০৩৩৩।যেহেতু ওপেন প্রাইস এর চেয়ে ক্লোজ প্রাইস কম তাই Candle টা হছে বেয়ারিস Candle।

আশা করি Candlestick ফর্মেসন,বুলিস অ্যান্ড বেয়ারিস Candle নিয়ে আর কোনও সংশয় নেই।তার পরও কারো কোনো জিজ্ঞাসা থাকলে দয়া করে comment এ জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।


Candlestick Tutorial পর্ব-২





0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন