সর্বশেষ পোষ্টগুলো

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

ছোট্ট একটি টুলস দিয়ে স্ক্রিনশট নিন আপনার ব্রাউজারের অথবা কম্পিউটারের যে কোন জায়গার

আমার এক বন্ধু গতকাল আমাকে ফোন দিয়ে বললো সে কোনভাবেই Adobe Dreamweaver এর ক্রাক সেটআপ করতে পারছে না, এদিকে তার ট্রায়াল পিরিয়ড প্রায় শেষের দিকে । ওকে ফোনে স্টেপ বাই স্টেপ বলে দিলাম কিভাবে করতে হবে । ও সন্তষ্ট হয়ে ফোন রেখে দিলো । কিছুক্ষন পরে আবার ফোন করে বললো "দোস্ত...কাজ হয় না তো"

ভালো ভেজালে পড়লাম দেখছি । ওকে বললাম টিম ভিউয়ার চালু করতে...বললো নেট স্পিড খারাপ ।

মহা সমস্যা ।

হঠাৎ মাথায় আসলো স্ক্রিনশট নেবার আইডিয়া ।

গুগলে খুজে পেয়ে গেলাম LightShot নামের একটি  ছোট্ট সফটওয়্যার যা দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে ব্রাউজারের অথবা কম্পিউটারের যে কোন জায়গার । :D

কি ? আপনার লাগবে ?

প্রথমে এখান থেকে ডাউনলোড করুন সফটওয়্যারটি । সাইজ বেশী না, মাত্র ২.৫৯ মেগাবাইট ।

ইন্সটল করুন ।
সফটওয়্যারটি চালু করার জন্য Prt Scr / Prt Scrn কী চাপুন ।
                



ক্রিনে Select Area লেখা একটি টেক্সট দেখতে পাবেন । যতটুকু যায়গার স্ক্রিনশট নিতে চান ততটুকু যায়গা সিলেক্ট করুন । সিলেক্ট করার পরে নিচের চিত্রের মতো দেখতে পাবেন ।

চিত্রের মতো দেখতে পাবেন

                       
    
                                                           
চিত্রের মতো দেখতে পাবেন

স্ক্রিনশট তো নেয়া হলো এখন শেয়ার করবেন কিভাবে ?

নিচের ছবির দিকে খেয়াল করুন ।
   
                                                 

তীর চিহ্নিত বাটনে ক্লিক করুন ।

এইমাত্র যে স্ক্রিনশটটি নিলেন সেটা আপলোড শুরু হয়ে যাবে ।

                                     


আপলোড হবার পরে একটি লিংক পাবেন সেটি চাইলে সবার সাথে শেয়ার করতে পারবেন । :D

আপনি চাইলে ইমেজ এডিটও করতে পারবেন, আপনার পিসি অথবা অনলাইন এডিটর দিয়ে ।
ইমেজ আপলোডের আগেই এডিট আইকন অথবা Ctrl + E চাপলে এডিটর ওপেন হবে ।

এখনও যাদের কাছে পরিস্কার না তারা ইউটিউবে দেখুন।


               
আশা করি টুলটি সকলের উপকারে আসবে । এরকম দারুন সব পোষ্টের আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাইক করুন ও পোষ্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
ভালো থাকুন, সুস্হ্য থাকুন ।

1 comments:

androik.com বলেছেন...

good tips.thank you for your good tips.
Androik.com

একটি মন্তব্য পোস্ট করুন