সর্বশেষ পোষ্টগুলো

শুক্রবার, ৮ জুন, ২০১২

Candlestick Tutorial:: 2

লেখকঃ আবু বকর সিদ্দিকী

আজকে আমরা একটা ক্যান্ডেল এর প্যাটার্ন নিয়ে কাজ করবো।তার আগে জেনে নেওয়া দরকার ক্যান্ডেল প্যাটার্ন কত প্রকার এবং কি কি
ক্যান্ডেল প্যাটার্ন কে এক দিকে দিয়ে চিন্তা করলে ২ ভাগে ভাগ করা যেতে পারে
১। কন্টিনিউয়েশন ক্যান্ডেল প্যাটার্ন
২। রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন
নাম দেখেই বুঝা যাচ্ছে কোন প্যাটার্ন এর কি কাজ, যে প্যাটার্ন ক্রিয়েট হলে মার্কেট ট্রেন্ড  এর কন্টিনিউয়েশন বুঝায় তাকেই কন্টিনিউয়েশন প্যাটার্ন বলে। আর যে প্যাটার্ন ক্রিয়েট হলে মার্কেট ট্রেন্ড এর রিভার্সাল বুঝায় তাকেই বলে রিভার্সাল ক্যান্ডল প্যাটার্ন। রিভার্সাল মানে মার্কেট আপ ট্রেন্ড এ থাকলে ডাউন ট্রেন্ড শুরু হওয়া অথবা ডাউন ট্রেন্ড এ থাকলে আপ ট্রেন্ড শুরু হওয়া।

আমরা আজকে যে ক্যান্ডেল প্যাটার্ন টি দেখাব তার নামে হল Sppinning Top.প্রথমে দেখে নেই ক্যান্ডেলটিকিরকম -

এই   ক্যান্ডেল এর কয়েকটি বৈশিস্ট হল
১। এই ক্যান্ডেল টি একটি রিভার্সাল ক্যান্ডেল ,সাধারনত যে সময় এই ক্যান্ডেল টি তৈরি হয় ওই  সময় মার্কেটে indecision  বুঝায় ,যদি কোন লং ট্রেন্ড এর পর চার্ট এ এই প্যাটার্ন তৈরি হয় তবে আমরা খুব তাড়াতাড়ি একটা রিভার্সাল আশা করতে পারি
২।এই ক্যান্ডেল এর বডি টি হয় ছোট এবং শ্যাডো হয় বড়।অর্থাৎ এই ক্যান্ডেল তৈরি হওয়ার সময় মার্কেটে অনেক মুভমেন্ট হয় কিন্তু মার্কেটের ওপেন এবং ক্লোস প্রাইস হয় খুব কাছাকাছি।
৩।এই ক্যান্ডেল তৈরি হওয়ার সময় কখনো বায়ার রা আবার কখনো সেলাররা শক্তিশালি থাকে,এক কথায় indecision  ।
৪। যদি অনেক সময় ধরে আপ ট্রেন্ড চলার পর spinning top ক্রিয়েট হয় তবে বুঝতে হবে মার্কেটে এখন আর বেশি বায়ার নাই এবং মার্কেট খুব তাড়াতাড়ি ট্রেন্ড পরিবর্তন করতে পারে।
৫। যদি অনেক সময় ধরে ডাউন ট্রেন্ড চলার পর spinning top ক্রিয়েট হয় তবে বুঝতে হবে মার্কেটে এখন আর বেশি সেলার নাই এবং মার্কেট খুব তাড়াতাড়ি ট্রেন্ড পরিবর্তন করতে পারে।

আশা করি এই প্যাটার্ন টি সবাই বুঝতে পেরেছেন,কেউ বুঝতে না পারলে দয়া করে কমেন্ট এ জিজ্ঞাসা করবেন

ধন্যবাদ


Candlestick Tutorial পর্ব- ১

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন