সর্বশেষ পোষ্টগুলো

মঙ্গলবার, ৩ মে, ২০১১

make your own ptc site now / start your own ptc business (part 1)

অনেক দিন ধরে ভাবছিলাম পিটিসি সাইট তৈরী করা নিয়ে বিস্তারিত একটা টিউন করব ।কিন্তু সব তথ্য
সংগ্রহ করতে করতে বেশ সময় লেগে গেল ।এই টিউনটি তাদের কাজে আসবে যারা একটি পিটিসি তৈরী করতে চান এবং স্ক্যাম না করে আয় করতে চান , যারা পিটিসিতে কাজ করতে গিয়ে লস করেছেন ও যারা সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছেন ।
মোট কথা এই টিউনে পিটিসি সাইট তৈরী
করতঃ বিজ্ঞাপনদাতা সংগ্রহ থেকে শুরু করে - মেম্বার সংগ্রহ , সাইটের আয় ব্যায় , মেম্বারের আয় ব্যায় সবকিছুর ব্যাপারে আমার সাধ্য অনুযায়ী ধারনা দিতে চেষ্টা করব ।
মূলত এই হিসাবের উপরই নির্ভর করে আপনার সাইট কতো দিন টিকে থাকবে ।
সবকিছু একদিনে লেখা সম্ভব না তাই টিউনটি কয়েকটি পার্টে শেষ করব ।

আমরা যেহেতু আয় করার জন্য পিটিসি তৈরী করব বা পিটিসিতে কাজ করব তাই আয় ব্যায়ের হিসাবটাই প্রথম দিলাম ।

পিটিসি আ্যডমিনের আয়ের উৎস :

১.বিজ্ঞাপনদাতা দের কাছ থেকে ।
২.রেফারেল বিক্রী করে ।
৩.আপগ্রেড মেম্বারশীপ বিক্রী করে ।
৪.হোমপেজে স্পন্সর করা বিজ্ঞাপন প্রদর্শন করে ।






এবার স্কিনশট গুলো মনযোগ দিয়ে দেখুন ।





স্কিনশট গুলো দেখে কি কিছু বুঝলেন……..?
না বুঝলেও অসুবিধা নেই আমি বুঝিয়ে দিচ্ছি ……
প্রথম স্কিনশটে দেখা যাচ্ছে সাইটটি সাধারন সদস্য দের প্রতি ক্লিক এ দিচ্ছে 5 (five) ডলার অথচ তারাই (এডমিন) পাচ্ছে প্রতি বিজ্ঞাপনে 0.005 ডলার তাহলে আপনাকেই বা পে করবে কোথা থেকে ?আর আপগ্রেড মেম্বারদেরই বা পে করবে কোথা থেকে ? আর রেফারেল ক্লিকের কথা তো বাদই দিলাম………
ওদের মিনিমাম পে আউট কত জানেন তো ?বেশী না……প্রথমটায় মাত্র 1000 ডলার আর দ্বিতীয় টায় 5000 ডলার ….হাঃহাঃহাঃ
পরের স্কিনশটে যেটা দেখিয়েছি সেইটাও একই কায়দার….


একটি পিটিসি চলে যেতে পারে ২ টি কারনে---

১)উপরের ঐ হিসাব ভুল থাকার কারনে (প্রধান কারন)
২)অধিক লোভের কারন (এটা বোকারা করে)

এবার আপনাকে আমার নিজের করা একটি হিসেব দেখাচ্ছি….

বিজ্ঞাপন প্যাকেজের হিসাব :
১০০০ ক্লিক......১০ ডলার
২০০০ ক্লিক......১৯ ডলার
৩০০০ ক্লিক......২৮ ডলার
৪০০০ ক্লিক……৩৭ ডলার
৫০০০ ক্লিক……৪৬ ডলার
( বড় প্যাকেজের জন্য ছাড় দিয়েছি যাতে বিজ্ঞাপনদাতারা বেশী দামের প্যাকেজ কিনতে আগ্রহী হয় )

মেম্বারদের জন্য হিসাব :

জেনারেল :

প্রতিদিন 5 বিজ্ঞাপন * 0.005 সেন্ট প্রতি ক্লিক + প্রতি রেফারেল ক্লিক এ 0.001 সেন্ট * 5 = 0.03
প্রতিটি বিজ্ঞাপন এ খরচ হলো = 0.006
লাভ থাকলো = 0.004
অথাৎ জেনারেল মেম্বাররা ১০০০ ক্লিক করলে আপনার লাভ হবে ৪ ডলার । যা কোন ব্যাপারই না ।
আসলে হিসেবটা বোঝা ও করা দুটোই কঠিন ।

ঠিক এভাবেই অতি সামান্য কিছু সেন্ট বাড়িয়ে গোল্ড ও প্লাটিনাম মেম্বার এর হিসেব টাও করে নিলে দেখা যাবে গোল্ড ও প্লাটিনাম মেম্বারদের প্রতি ১০০০ ক্লিকেও ৩ থেকে ২ ডলার লাভ থাকবে ।
কেউ ভাববেন না যে এটাই চুড়ান্ত হিসাব ।এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য।

এছাড়া রেন্টেড রেফারেল ।ও আপগ্রেড মেম্বারশীপ বিক্রি করেও টাকা পাবেন ।
কিন্তু এই আয় বসে বসে পাওয়া যাবেনা ।কিছু কাজ করতে হবে ।আসলে বিজ্ঞাপনদাতা সংগ্রহ করাই হলো প্রধান কাজ । খুব কঠিন কিছু নয় ।এক পিটিসি সাইটই আরেক পিটিসি সাইটের কাছে বিজ্ঞাপন দেয় ।যেহেতু আজকাল ব্যাঙ্গের ছাতার মতো পিটিসি সাইট তৈরী হচ্ছে তাই বিজ্ঞাপনদাতা নিয়ে টেনশন করার দরকার নেই ।কিভাবে পাবেন তা ধাপে ধাপে আমি আপনাদেরকে জানিয়ে দিবো । পোস্টটির পরবর্তী অংশ গুলো ২৪ ঘন্টা পর প্রকাশিত হবে ।
লেখার কোথাও কিছু অস্পষ্ট মনে হলে কমেন্ট করবেন ।
আমাকে ই মেইল করতে পারেন : sojib931@gmail.com

খোদা হাফেজ ।

11 comments:

Tips Man বলেছেন...

Thanks for the post. (Post-er jonno dhonnobad)

Unlimited earning
http://clubasterians.weebly.com/

unihelp24 বলেছেন...

thank you bro.. valo hoyce.
asha kori amr sit-ti dekhben.
free sms, chat kore $usd.

http://helps24.blogspot.com/

Unknown বলেছেন...

kivabe ptc site create korte hoy seta to bollen na

Admin বলেছেন...

@ rifat vai,

apnader jananor jonno e amar ei prochesta.
opekkha korun...joto taratari somvob janassi.

রাফীদ বলেছেন...

oi apne kokhon arekta post diben????

Admin বলেছেন...

All information collect korata onek sohoj na.Tar pore o ami aj sondhay 2nd post ta dibo...Thanks.

osman বলেছেন...

ভাই ২৪ ঘন্টার কথা কইয়া ৪৮ ঘন্টা পার কইরা ফেলছেন। মতলব টা কি পোষ্ট কি আর করবেন না বলে ঠিক করছেন নাকি এই ভাভে মানুষ কে হয়রানি করার মানে কি???????????????????

Omar Shafiq Abir বলেছেন...

ধন্যবাদ
http://ishurdi.weebly.com

Rose Islam বলেছেন...

Very NIce Post ..........

নামহীন বলেছেন...

what ypu want ??
www.bangladesh.us.ms

নামহীন বলেছেন...

www.bangladesh.us.ms

একটি মন্তব্য পোস্ট করুন