সর্বশেষ পোষ্টগুলো

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

make your own ptc site now / start your own ptc business (2nd part)


ব্লগের বাকী অংশ পোস্ট করতে একটু দেরী হওয়ায় আমি দুঃখিত ।
যাই হোক পিটিসি তৈরী করতে হলে আপনার সর্ব প্রথম আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন কেনা।।যা আপনি স্হানীয় কোন প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারেন । আবার অনলাইন থেকেও কিনতে পারেন ।তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার www.godaddy.com থেকে ডোমেইন কেনা উচিত।কারন এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ।একটু খোজ খবর নিলেই আমার কথার সত্যতার প্রমান পাবেন ।
ডোমেইন কেনার পর দরকার হবে একটি পিটিসি স্ক্রিপ্ট ।
এই বিষয়ে একটি কথা না বললেই নয় যে,আজকাল ফ্রির যুগে প্রায় সবই ফ্রি পাওয়া যায় ।আপনি ইন্টারনেট ঘাটলেই অনেক ফ্রি স্ক্রিপ্ট পেয়ে যাবেন ।কিন্ত সাধারনত সেগুলো পুরাতন ভার্সন ।আপনার মন মতো না হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ ভাগ।প্রচুর ব্যাকডোর আছে সে স্ক্রিপ্ট গুলোতে ।আর ওৎ পেতে থাকা ভাইরাস তো আছেই ।সবচেয়ে বড় অসুবিধা হলো ঐ স্ক্রিপ্টের সাইটগুলো হ্যাক হওয়া অনেক সহজ ।
আপনি এতকিছু জানার পরেও আমার মনে হয়না ফ্রি স্ক্রিপ্ট ব্যাবহারে উৎসাহী হবেন ।তবুও আমি একটি ফ্রি স্ক্রিপ্ট ডাউনলোডের লিংক দিলাম ।ইচ্ছে হলে ব্যাবহার করতে পারেন্,তবে অবশ্যই নিজ দায়িত্বে ।
আর যদি লেটেস্ট কোন স্ক্রিপ্ট কিনে ব্যাবহার করতে চান তাহলে এখান থেকে কিনে নিতে পারেন
ধরে নিচ্ছি আপনার কাছে এখন একটি স্ক্রিপ্ট আছে তা ফ্রি হোক আর কিনেই হোক।
এখন দরকার হবে হোস্টিং কেনা । হোস্টিং এর ব্যাপারে নতুন করে কিছু বলব না ।শুধু এটুকু বলব যে হোস্টিং প্রভাইডারের সাথে আলাপ করে নিবেন তারা আপনাকে পিটিসি হোস্টিং করতে দেবে কিনা ।অনেকে আপনাকে বলবে আপনি টাকা দিবেন হোস্টিং কিনে যা খুশি তাই করবেন আমাদের কিছু আসে যায় না ।কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র ।কয়দিন পরেই শুরু করবে নানা রকম তাল বাহানা (আমি নিজেই ভুক্তভোগী)।সবাই একরকম না ।কেউ কেউ সরাসরি বলে দেবে ।
যা হোক আপনার পছন্দ অনুযায়ী হোস্টিং প্যাকেজ কিনুন ।এর পর পিটিসি স্ক্রিপ্ট ফাইলটি আনজিপ করে আপনার সার্ভারে আপলোড করে নিন ।এ ব্যাপারে পূর্ব অভিগ্গতা না থাকলে অভিজ্ঞ কারো সহায়তা নিন ।আপলোড হয়ে গেলে আপনার এডমিন প্যানেলে লগইন করে ইচ্ছে মত সেটিংস গুলো ঠিক করে নিন ।ওখানেই আপনি অনলাইন ব্যাংক একাউন্ট সহ যাবতীয় সব কিছু করার অপশন পাবেন ।

এগুলো যাদের ঝামেলা মনে হচ্ছে তারা এখান থেকে অতি সহজে মাত্র ১৫ মিনিটে পিটিসি সাইট তৈরী করে নিতে পারেন ।ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং সব ওরা দেবে ।আপনি পছন্দ আনুযায়ী প্যাকেজ নির্বাচন করুন ।পেমেন্ট প্রদান করার সর্ব্বোচচ ১৫ মিনিটের মধ্যে ওদের সিস্টেম আপনার সাইটের সব কিছু রেডী করে আপনার দেওয়া মেইল আইডিতে ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব ।
আর এই সাইটটিতে বর্তমানে ৩০,০০০ পিটিসি সাইট হোস্টিং করা আছে ।এতবড় ব্যাবসা ফেলে পাগলেও পালায় না ।কারন মাস গেলেই ওরা টাকা পাচ্ছে ।এখন ওরা পালালে যা নিয়ে যাবে তার চেয়েও বেশী ওরা প্রতিমাসে আয় করে ।

প্যাকেজঃ

#ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং  1 মাসের জন্য  প্যাকেজ মূল্য ২৫ ডলার
#ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং  3 মাসের জন্য  প্যাকেজ মূল্য 59 ডলার (21% ছাড়)
#ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং  6 মাসের জন্য  প্যাকেজ মূল্য  99 ডলার (34% ছাড়)
#ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং  12 মাসের জন্য প্যাকেজ মূল্য 129 ডলার (57% ছাড়)
#ডোমেইন + স্ক্রিপ্ট + হোস্টিং  36 মাসের জন্য প্যাকেজ মূল্য 199 ডলার  (77% ছাড়)


এরমধ্যে ৬ মাসের প্যাকেজটি নেওয়া ভালো ।
কারন ৬ মাসের মধ্যে আপনি মাসিক ৫০০ - ৬০০ ডলার আয়ে পৌছতে পারবেন ।
অথাৎ ব্যাবসায়িক ভাবে আপনি একটি শক্ত অবস্থানে পৌছতে পারবেন ।

আজ আর পারছি না ।আগামিকাল অন্যান্য খুটিনাটি বিষয় এবং বিজ্ঞাপনদাতা ও মেম্বার পাওয়ার কৌশল সহ ফিরে আসব ।
কারও কাছে কোন কিছু অস্পস্ট মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আমাকে মেইল করতে পারেন sojib931@gmail.com এই ঠিকানায় ।
খোদা হাফেজ ।

5 comments:

রাফীদ বলেছেন...

khub bhalo likhechchen... baki gulo o khub taratari likhe felben asha kori!

Admin বলেছেন...

G vai...taratari e likhbo...dhonnobad apnake.

রাফীদ বলেছেন...

achcha buxhost.com e ki script choose korar shujog thakbe naki default ja thakbe shetai nite hobe??

Admin বলেছেন...

buxhost.com a defalt je script thakbe shetai nite hobe.kintu koekdin por por ora script update kore.apni tokhon upgraded script free paben.

নামহীন বলেছেন...

vai
R
laklan
na
ja

একটি মন্তব্য পোস্ট করুন