পোস্টটি লিখেছেন প্রথম প্রজন্মের রোবট
সফটওয়্যার ছাড়াই লক করে রাখুন আপনার ইউএসবি পোর্ট ।
আপনার কম্পিউটার থেকে কাউকে
কিছু নিতে দিতে চাচ্ছেন না? শত্রুতামূলকভাবে কেউ আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে
দিচ্ছে? আপনার কম্পিউটারে অন্যকারও রিমুভ্যাবল স্টোরেজ ডিভাইস ব্যবহারের অনুমতি দিতে
চাচ্ছেন না? লক করে রাখুন আপনার ইউএসবি পোর্ট কোন ধরনের সফটওয়্যার ব্যবহার না
করেই। নিশ্চিত করুন আপনার কম্পিউটারের নিরাপত্তা।
ডিজেবল করার নিয়ম:
১. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
২.
রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এখানে প্রবেশ
করুন:
HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetServicesUsbStor
৪.
রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন,
Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬.
কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
এনাবল করার নিয়ম:
১. Start
মেনু থেকে Run এ ক্লিক করুন।
২. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
৩. এখানে প্রবেশ
করুন:
HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetServicesUsbStor
৪.
রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
৫. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন,
Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
৬.
কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।
সবাই সুস্থ্য থাকুন ও ভাল থাকুন।

Admin

Posted in:
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন