সর্বশেষ পোষ্টগুলো

সোমবার, ৩ অক্টোবর, ২০১১

এ্যাডোবি রিডারের বিকল্প

 পোষ্টটি লিখেছেনঃ প্রথম প্রজন্মের রোবট
এইবার ফক্সিট রিডারের আনন্দ উপভোগ করুন পিডিএফ ফাইল পড়ার জন্য আমি নিজেই অনেকদিন এ্যাডোবি রিডার ব্যবহার করেছি।কিন্তু কিছুদিন যাবত নতুন একটা সফটওয়্যার ব্যবহার করছি যা পিডিএফ ফাইল পড়ার ক্ষেত্রে এনে দিয়েছে নতুন মাত্রা!সফটওয়্যারটির নাম ফক্সিট রিডার।একটু বাজিয়ে দেখুন,অন্যান্য পিডিএফ রিডার সফটওয়্যার থেকে অনেক কিছু বেশী পাবেন এই ফক্সিট রিডারে।কোনরকম জটিলতা ছাড়াই এই সফটওয়্যারের সাহায্যে আপনার কাছে থাকা পিডিএফ ফাইলটি মেইল করতে পারবেন যাকে খুশি।পিডিএফ ফাইলটি বা ফাইলের যেকোন অংশ প্রিন্ট দিতে পারবেন।অনেক পৃষ্ঠা সম্বলিত পিডিএফ ফাইল পড়ার জন্য পাবেন নেক্সট পেজ বাটন।পাবেন টেক্সট ফাইল হিসাবে পড়ার সুবিধা।যেকোন লাইন,অংশ বা পৃষ্ঠা আপনি হাইলাইট করে রাখতে পারবেন।আমরা পিডিএফ ফাইল আকারে বেশীরভাগ সময় ই-বুক পড়ে থাকি।ই-বুকের নির্দিষ্ট নির্দিষ্ট অংশ হাইলাইট করার প্রয়োজন পড়ে।যদি পিডিএফ ফাইলের ফন্ট পছন্দ না হয়,আপনি নিজেই ফন্ট পরিবর্তন করে দিতে পারবেন,পরিবর্তন করে দিতে পারবেন ফন্টের সাইজ।অনেক সময় বড় সাইজের পিডিএফ ফাইলে হাজার হাজার পৃষ্ঠা থাকে।ফক্সিট রিডারে পাবেন দূরবীক্ষণ বাটন,যেটা দিয়ে আপনি পিডিএফ ফাইলের নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পৃষ্ঠা খুঁজে বের করতে পারবেন সহজেই।পাবেন জুম ইন ও জুম আউট ব্যবহারের সুবিধা।পিডিএফ ফাইল থেকে কোন অংশ ছবি হিসাবে সংরক্ষন করতে চাইলে পাবেন স্ন্যাপশট ব্যবহারের সুবিধা।ফাইলের কোথাও যদি মন্তব্য করতে চান,তাও পারবেন।পিডিফ ফাইল বা ই-বুকের কোন অংশ হাইপারলিঙ্ক করতে চাইলে সেই সুবিধাও আছে,আর এই হাইপারলিঙ্ক বাটনের ডানপাশের বাটনে ক্লিক করেই আপনি মন্তব্য করতে পারবেন।কোন লাইনের কোন অংশে যদি নোট রাখার প্রয়োজন মনে করেন,তাও পারবেন।পছন্দের ই-বুক বা প্রয়োজনীয় পিডিএফ ফাইল বুকমার্কস করে রাখতে পারবেন।পিডিএফ ফাইল এডিট করে ছবি বা ভিডিও চিত্র যোগ করতে পারবেন।আছে ফাইল যুক্ত করে রাখার সুবিধা।৫.৯১ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন ‘এইখানে’।সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন