সর্বশেষ পোষ্টগুলো

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

ডোমেইন কেনায় সতর্কতা এবং আ্যালার্টপে,পেপাল,মানিবুকার্স,লিবার্টিরিজার্ভ দিয়ে ডোমেইন কেনা

প্রথমেই বলে রাখি এই টিপসটি হয়তো অনেকেই জানেন । এই পোষ্টটি তাদের জন্য নয়,একেবারে নতুনদের জন্য ।
ডোমেইন কেনার সময় কতগুলো বিষয়ে সতর্ক থাকুন । যেমন--

*** ডোমেইন কিনতে গেলে সবার আগে দেখবেন ডোমেইনের ফুল কন্ট্রোল দেয় কি না  ।  ফুল কন্ট্রোল ছাড়া ডোমেইন  কিনবেন না।
*** অনেকেই ৩০০-৪০০ টাকায় ডোমেইন অফার করে থাকে । এদের ত্যাগ করুন। কারন ICANN ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।  তাদের ফি হলো ১৮ সেন্ট এবং এর সাথে .com এবং .net verisign এর মাধ্যমে রেজি করতে হয়,তাদের প্রাইস ৫০০ টাকার উপরে ।
*** তো ঐসকল রিসেলাররা কিভাবে ৩০০-৪০০ টাকায় দিবে ভেবে দেখুন ।

*** কমদামে(৩০০-৪০০) ডোমেইন কিনলে নিশ্চিত প্রতারিত হবেন, কারন কেউ লসে আপনার কাছে ডোমেইন বিক্রি করবে না । এমনও হতে পারে রিনিউ করার সময় আপনার কাছ থেকে অনেক টাকা চাইতে পারে অথবা সাইট পপুলার হলে ডোমেইনটি হাইজ্যাক করতে পারে।

বাংলাদেশের অনেক কোম্পানী লোকাল কারেন্সিতে ডোমেইন কেনার সুযোগ দেয় ।
আবার আপনি চাইলো www.godaddy.com থেকে মাস্টারকার্ড দিয়ে কিনতে পারেন । 
আর কেউ যদি আ্যালার্টপে,পেপাল (varified/unvarified),মানিবুকার্স,লিবার্টিরিজার্ভ দিয়ে ডোমেইন কিনতে চান তাহলে এই সাইট থেকে কিনতে পারেন ।

২০০২ সাল থেকে এখনও পর্যন্ত এই সাইটটির নামে কোন খারাপ রিপোর্ট নেই ।
আমি ৩ টি ডোমেইন কিনেছি এই সাইট থেকে । এদের সাপোর্টও অনেক ভালো ।

6 comments:

Nazmul বলেছেন...

ভাইয়া আপনার থিমটা আমাকে খুব ভাল লেগেছে আপনি যদি আপনার থিম টা আমাকে দিতেন ।
আমার ইমেইল- Nazmul_0ham@yahoo.com

BOROY বলেছেন...

http://www.xtraorbit.com site t domain management er khetre kon system use korey?

eta ki cPanel Use kore?
naki- direct admin use korey?

r ekta bishoy:
etatey EXTRA Feature ki asey?

নামহীন বলেছেন...

Hello Admin,

নামহীন বলেছেন...

Hello admin,
i bought a Domian from XtraOrbit.com now i can't configuring DNS.
Please Please contact me at
https://www.facebook.com/musabalams
musabalams@gmail.com
PLEASE response me if you responsible for this post.
Thank You.

নামহীন বলেছেন...

Solved

Urohost বলেছেন...

১০০ শত ভাগ ট্রাষ্টেড, পরিমিত দামে ফুল কন্ট্রোল সহ ডোমেইন ও হোষ্টিং কিনুন । কোন হিডেন চার্জ নেই ।

একটি মন্তব্য পোস্ট করুন